‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) রুলস, ২০১৫’ রহিত করে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অফ ইক্যুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫’ এর খসড়া অনুমোদনের সিদ্ধান্ত হয়েছে। সেইসাথে খসড়া আইনের ওপর জনমত যাচাইয়ের জন্য কমিশনের ওয়েবসাইট ও পত্রিকায় প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিএসইসি।
আজ মঙ্গলবার ৯৭৭ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয় বিএসইসি। এদিন সংস্থাটির মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিএসইসি জানিয়েছে, ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অফ ইক্যুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫’ এর খসড়া আইন অনুযায়ী স্টক এক্সচেঞ্জের সুপারিশের ভিত্তিতে বিএসইসি আইপিও’র চূড়ান্ত অনুমোদন দেবে।
এছাড়াও প্রস্তাবিত নতুন আইনে আইপিও অনুমোদন প্রক্রিয়ায়কে আরো স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করার পাশাপাশি ইস্যুয়ার কোম্পানিগুলোতে কর্পোরেট গভর্নেন্স, নিরীক্ষক ও ইস্যু ম্যানেজারদের দায়দায়িত্ব ও ভূমিকা (ৎড়ষব) এর বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে যার ফলে তাদের জবাবদিহিতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতাও বৃদ্ধি পাবে।
একইসাথে এর মাধ্যমে আইপিও ভ্যালুয়েশন বা প্রাইসিং এর উন্নয়ন হবে যা ন্যায্য প্রাইসিং নিশ্চিত করবে। ন্যায্য প্রাইসিং নিশ্চিতের ফলে ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানীসমূহ পুঁজিবাজারে তালিকাভুক্তিতে উৎসাহী হবে বলে মনে করে বিএসইসি।

