নিজস্ব প্রতিবেদকঃ শেয়ারবাজারে সক্রিয় হচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা। গত মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে বিদেশী বিনিয়োগকারীদের লেনদেন বেড়ে দ্বিগুণ হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারীদের মোট টার্নওভার মার্চ মাসে ছিল ৮৭ কোটি ৫১ লাখ টাকা। এপ্রিল মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ১৮২ কোটি টাকায়। অর্থাৎ একমাসে বিদেশিদের লেনদেন বেড়েছে ৯৫ কোটি টাকা বা ১০৮ শতাংশ।
ডিএসইতে বিদেশী বিনিয়োগকারীদের লেনদেনের পরিমাণ ফেব্রুয়ারিতে ছিল ১৯২.৪৬ কোটি টাকা।যা জানুয়ারিতে ছিল ১৭৪.৮৪ কোটি টাকা।