শেয়ারবাজারে কালো রোববার, কারসাজি চক্রের ভয়াবহ থাবা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে বিনিয়োগকারীরা গত সপ্তাহের ধারাবাহিক পতনের পর যে প্রত্যাশার আলো দেখেছিলেন, তা এক ভয়াবহ ‘কালো রোববারে’ পরিণত হয়েছে। বাজারের সক্রিয় ও শক্তিশালী কারসাজি চক্রের ইস্পাত কঠিন থাবায় ফের বিনিয়োগকারীদের স্বপ্ন ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, নিয়ন্ত্রক সংস্থা এই চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পরও তারা আরও বেপরোয়া ও ভয়াবহ হয়ে উঠেছে। নিজেদের স্বার্থ হাসিলের জন্য চক্রটি বিনা কারণে বাজারে ধস নামাচ্ছে, আবার মুহূর্তের মধ্যে বিনা যুক্তিতে কিছু কিছু শেয়ারকে তুঙ্গে তুলছে।

এই সিন্ডিকেট চক্র দীর্ঘদিন ধরে শেয়ারবাজারে সক্রিয়। তাদের প্রধান কৌশল হলো- কম দামে শেয়ার কেনার জন্য বাজারে নেতিবাচক গুজব ছড়ানো এবং যখন মুনাফার লক্ষ্যমাত্রা পূরণ হয়, তখন কৃত্রিমভাবে উত্থান ঘটিয়ে উচ্চ মূল্যে শেয়ার বিক্রি করে দেওয়া। এই প্রক্রিয়ার কারণে শেয়ারবাজার তার স্বাভাবিক গতিশীলতা ও স্থিতিশীলতা সম্পূর্ণভাবে হারিয়ে ফেলছে।

চক্রের এই ভয়াবহ থাবায় বাজারের পুনরুদ্ধারের প্রত্যাশা বারবার ভেস্তে যাচ্ছে। সূচক কিছুটা ঘুরে দাঁড়ালেও, পরমুহূর্তেই ভয়াবহ পতনে বিনিয়োগকারীদের আস্থা সম্পূর্ণভাবে চুরমার হয়ে যাচ্ছে।

বাজার বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই ভয়াবহ রক্তক্ষরণ অবিলম্বে বন্ধ করতে হবে। বাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে নিয়ন্ত্রক সংস্থাগুলোর মনিটরিং ব্যবস্থাকে আরও কয়েকগুণ শক্তিশালী করে এই চক্রকে মূল থেকে নির্মূল করা ছাড়া আর কোনো পথ নেই। অন্যথায়, ক্ষুদ্র বিনিয়োগকারীরা আরও বিপুল ক্ষতির মুখে পড়বেন।

রোববারের বাজার পর্যালোচনা

আজ সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮১.২৫ পয়েন্ট কমে ৫ হাজার ২০২.৪৬ পয়েন্টে অবস্থান করছে। অন্যান্য সূচকের মধ্যে ডিএসইএস ১৯.৪৬ পয়েন্ট কমে ১ হাজার ১১৪.৭৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৪.৬০ পয়েন্ট পতনের পরে ২ হাজার ৯৯৮.৪৪ পয়েন্টে নেমেছে।

আজ ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৪৭টির শেয়ারের দর বেড়েছে, ৩১১টির দর কমেছে এবং ৩৮টির দর অপরিবর্তিত ছিল। লেনদেনের পরিমাণ মোট ৫৪২ কোটি ৫৫ লাখ টাকা, যা আগের দিনের ৫৩০ কোটি ১৮ লাখ টাকার তুলনায় ১২ কোটি ৩৭ লাখ টাকা বেশি।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ মোট ১৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৩২টির দর বেড়েছে, ১৪৭টির দর কমেছে এবং ১৫টির দর অপরিবর্তিত রয়েছে। আজ সিএসইতে মোট লেনদেন হয়েছে ১০ কোটি ৩৮ লাখ টাকা, যা আগের দিনের ২২ কোটি ৬১ লাখ টাকার তুলনায় কম।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮৫.২৭ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৬২.৩৮ পয়েন্টে অবস্থান করছে। আগেরদিন সূচক ১০৬.৬২ পয়েন্ট কমেছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *