লংকাবাংলা ৫৪ কোটি টাকার নগদ লভ্যাংশ দেবে

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত লংকাবাংলা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ ২০২১ সালের ব্যবসায় প্রায় ৫৪ কোটি টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। যা কোম্পানির বার্ষিক সাধারন সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে প্রদান করা হবে।

লংকাবাংলা ফাইন্যান্সের ২০২০ সালে ১.৮১ ইপিএস বিবেচনায় ৯৭ কোটি ৮৫ লাখ টাকার নিট মুনাফা হয়। যার পরিমাণ ২০২১ সালের ব্যবসায় বেড়ে হয়েছে শেয়ারপ্রতি ২.৩৮ টাকা করে ১৩০ কোটি ৫৯ লাখ টাকা। এ হিসেবে নিট মুনাফা বেড়েছে ৩২ কোটি ৭৪ লাখ টাকার বা ৩৩%।

মুনাফায় এমন উত্থান হলেও কোম্পানিটির পর্ষদ আগের বছরের ১২% নগদ থেকে কমিয়ে ২০২১ সালের জন্য ১০% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। তবে এ বছর কোম্পানিটির প্রায় ২৪ শতাংশ লভ্যাংশ দেওয়ার সক্ষমতা অর্জন করেছে।

২০২১ সালের ব্যবসায় কোম্পানিটির পর্ষদ ১০% হারে ৫৩ কোটি ৮৮ লাখ টাকার নগদ লভ্যাংশ বিতরন করবে। মুনাফার বাকি ৭৬ কোটি ৭১ লাখ টাকা বা ৫৯% রিটেইন আর্নিংসে রাখা হবে।

উল্লেখ্য, ২০০৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত লংকাবাংলা ফাইন্যান্সের ৫৩৮ কোটি ৮৪ লাখ টাকা পরিশোধিত মূলধন রয়েছে। কোম্পানিটির সোমবার (১১ এপ্রিল) লেনদেন শেষে শেয়ার দর দাঁড়িয়েছে ৩১.৫০ টাকায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *