নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দেশের উভয় শেয়ারবাজারে লেনদেন হবে। আর সরকারি নির্দেশনা অনুযায়ি চলবে স্টক এক্সচেঞ্জের অফিসিয়াল কার্যক্রম। অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত স্টক এক্সচেঞ্জের কার্যক্রম চলবে।
বুধবার (৩০ মার্চ) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সহকারি পরিচালক মো. রায়হান কবির সাক্ষরিত এ সংক্রান্ত চিঠি ঊভয় স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে শেয়ারবাজারে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন অনুষ্ঠিত হয়।