ব্যাংক খাতে চমক: ১৭ মাস পর দুই অঙ্কে ফিরে এল আমানতের হার

নিজস্ব প্রতিবেদক: আর্থিক খাতের দীর্ঘ মন্দার পর আবারও ব্যাংকখাতে আমানতের হার দুই অঙ্কে ফিরে এসেছে। সঞ্চয়পত্রের সুদের হার কমিয়ে বাজারভিত্তিক করা, ডলার কিনে ব্যাংকে সরবরাহ, রফতানি আয় ও রেমিট্যান্সে নিরবচ্ছিন্ন প্রবাহ ধরে রাখাসহ নানা পদক্ষেপের ফলে টানা ১৭ মাস পর ব্যাংকখাত পুনরায় সাড়া পাচ্ছে। তবে এই আস্থা সীমিত, মূলত সুশাসন চর্চাকারী ব্যাংকগুলোর প্রতি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শহীদুল জাহীদ বলেন, “ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে গ্রাহকরা টাকা তুলছেন এবং নিরাপদ মনে হওয়া ব্যাংকে পুনঃস্থাপন করছেন। স্থিতিশীল ব্যাংকগুলোতে এখন আমানতকারীরা তাদের অর্থ রাখছেন।”

শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের ভাইস চেয়ারম্যান আরিফ খান বলেন, “সুদহার কমলে স্টক মার্কেটে অর্থ প্রবাহ বাড়ার সম্ভাবনা থাকে। যারা ভালো ম্যানেজমেন্ট করছে, তাদের শেয়ার বাজারেও ইতিবাচক প্রভাব পড়েছে।”

বাংলাদেশ ব্যাংকও ডলার বাজার স্থিতিশীল রাখা এবং রেমিট্যান্স প্রবাহ ধরে রাখার মাধ্যমে গ্রাহক আস্থা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “আমরা ব্যাংক খাতে আমানতকারীদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমান উদ্যোগের ফলে আমানত ১০ শতাংশ বেড়েছে।”

২০২৪ সালের ফেব্রুয়ারিতে আমানতের প্রবৃদ্ধি ১০.৪৩ শতাংশ ছিল, যা ২০২৫ সালের জুলাইয়ে নেমে আসে ৮.৫ শতাংশে। বর্তমান পরিস্থিতি থেকে দেখা যাচ্ছে, আমানতকারীরা এখনও ব্যাংকিং খাতে মুখ ফিরিয়ে দেননি, যা ভবিষ্যতের জন্য ইতিবাচক উদাহরণ হয়ে থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *