স্টাফ করেসপন্ডেন্ট: কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭৭৩ বারে ২৮ লাখ ১ হাজার ১১৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ৭৮ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ওয়াইম্যাক্সের দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ২০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬৫৯ বারে ২৩ লাখ ৮০ হাজার ৯৫০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৯৭ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা মেঘনা সিমেন্টের দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ১০ শতাংশ। কোম্পানিটি ৩১০ বারে ৭৫ হাজার ৩১৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- কাশেম ইন্ডাস্ট্রিজের ৭ শতাংশ, জেমিনি সী ফুডের ৬.২১ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৫.৭৫ শতাংশ, বসুন্ধরা পেপারের ৪.৯৯ শতাংশ, হাক্কানি পাল্পের ৪.৪৬ শতাংশ, এপেক্স ফুডসের ৪.৪৬ শতাংশ এবং বিডি ল্যাম্পসের শেয়ার দর ৪.৪০ শতাংশ বেড়েছে।