বিকালে আসছে ৩২ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩২ কোম্পানির বোর্ড সভা বসছে আজ রোববার (২৬ অক্টোবর)। সভায় কোম্পানিগুলো ৩০ জুন ২০২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাশেষে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে এবং অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনশেষে ইপিএস প্রকাশ করবে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল ও ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এরমধ্যে যেগুলো ডিভিডেন্ড ঘোষণা করবে, সেগুলো হলো-বিডিকম অনলাইন, কাশেম ইন্ডাস্ট্রিজ, মালেক স্পিনিং, জিলবাংলা সুগার, এস্কোয়ার নিট কম্পোজিট, সোনারগাঁও টেক্সটাইল, জেএমআই হসপিটাল, এএমসিএল (প্রাণ), রেনউইক যজ্ঞেশ্বর, আনোয়ার গালভানাইজিং, আমান ফিড, শার্প ইন্ডাস্ট্রিজ, শ্যামপুর সুগার, রংপুর ফাউন্ড্রি, তসরিফা ইন্ডাস্ট্রিজ, রহিম টেক্সটাইল, ইফাদ অটো, বেঙ্গল উইন্ডসোর, ইউনাইটেড পাওয়ার জেনারেশন ও আমান কটন।

আর যেগুলো প্রান্তিক প্রতিবেদন বা ইপিএস ঘোষণা করবে, সেগুলো হলো- ব্যাংক এশিয়া, প্রিমিয়ার ব্যাংক, পিপলস লিজিং, গ্রামীণফোন, আনোয়ার গ্যালভেনাইজিং, রেনউইক যজেনশ্বর, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, জিলবাংলা সুগার ও শ্যামপুর সুগার মিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *