নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার (৩০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন শুরুতেই বিপর্যয়ে পড়েছিল। প্রায় দেড় ঘন্টা পর সকাল ১১.০০ টায় লেনদেন শুরু হয়। লেনদেন চলবে ২.৩৫ টা পর্যন্ত। এর মধ্যে ২.৩০ মিনিট থেকে ২.৩৫ টা পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন থাকবে।
গত বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ডিএসইতে তালিকাভুক্ত প্রায় ৭০ টি প্রতিষ্ঠান ডিভিডেন্ড ঘোষণা করেছে, আজ সেগুলোর সার্কিট ব্রেকার নেই। কিন্তু ভুল করে সব প্রতিষ্ঠানের সার্কিট উঠিয়ে দেয়া হয়েছিল। নির্দিষ্ট ওই ৭০ কোম্পানি যারা ডিভিডেন্ড ঘোষণা করেছে সেই প্রতিষ্ঠানগুলোর সার্কিট ব্রেকার তুলে অপর প্রতিষ্ঠানগুলোতে সার্কিট আগে মতো করে দিয়ে সকাল ১১ টায় লেনদেন চালু হয়।
অর্থাৎ আজ সকাল ১১.০০ টায় লেনদেন শুরু হয়ে একটানা লেনদেন চলবে ২.৩৫ টা পর্যন্ত।