পেপার প্রসেসিংয়ের মুনাফা ৫৭৫ শতাংশ বেড়েছে

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত পেপার প্রসেসিংয়ের চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৫৭৫ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৯৭ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.৪৪ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ২.৫৩ টাকা বা ৫৭৫ শতাংশ বেড়েছে।

এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬১ টাকা। যার পরিমাণ আগের অর্থবছর একই সময়ে হয়েছিল ০.৪০ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.২১ টাকা বা ৫২ শতাংশ বেড়েছে।

২০২২ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯.৭০ টাকায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *