পাঁচ ব্যাংক একীভূত, নতুন নাম ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’

নিজস্ব প্রতিবেদক: অনিয়ম ও দুর্নীতির কারণে সংকটে পড়া দেশের শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংক একীভূত করার কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন ব্যাংকের নাম চূড়ান্ত হয়েছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’।

একীভূত হতে যাওয়া পাঁচটি ব্যাংক হলো:

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

ইউনিয়ন ব্যাংক

গ্লোবাল ইসলামী ব্যাংক

সোশ্যাল ইসলামী ব্যাংক

এক্সিম ব্যাংক

সরকার গঠিত কমিটি নতুন ব্যাংক গঠনের প্রক্রিয়া শুরু করেছে। নতুন ব্যাংকটি সরকারি খাতের একটি ব্যাংক হিসেবে প্রতিষ্ঠার জন্য সরকার ২০ হাজার কোটি টাকা মূলধন জোগান দেবে।

বাংলাদেশ ব্যাংক প্রায় এক বছর ধরে এই পাঁচ ব্যাংককে একীভূত করার কাজ করছে। ৯ অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ প্রস্তাবটি অনুমোদন করে।

নতুন ব্যাংকের অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা, যার মধ্যে পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। সরকারি অংশ হবে ২০ হাজার কোটি টাকা (নগদ ১০ হাজার কোটি + সুকুক বন্ড ১০ হাজার কোটি) এবং বাকি অংশ শেয়ার রূপান্তরের মাধ্যমে প্রাতিষ্ঠানিক আমানতকারীদের ১৫ হাজার কোটি টাকা মূলধনে রূপান্তর করা হবে।

একীভূত প্রক্রিয়ায় নতুন ব্যাংকের সংঘবিধি ও সংঘস্মারক চূড়ান্ত করার কাজ চলছে। অনুমোদনের পর এটি আরজেএসসি-তে নিবন্ধনের জন্য পাঠানো হবে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা ইতিমধ্যে এই পাঁচ ব্যাংকের তথ্য সংগ্রহ শুরু করেছেন। জনবল, শাখা নেটওয়ার্ক, আমানত ও ঋণ ব্যবস্থাপনার পুনর্নিরীক্ষা চলছে। জেলা শহরে একাধিক শাখা থাকায় কিছু শাখা অন্য উপজেলায় স্থানান্তর করার পরিকল্পনাও রয়েছে।

গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন বলেন,”লিখিত সিদ্ধান্তের জন্য আমরা অপেক্ষা করছি। তবে একীভূত প্রক্রিয়া অনানুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ব্যাংকের আমানত, ঋণ, জনবল, শাখা ও এটিএম নেটওয়ার্কের হিসাব-নিকাশ চলছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *