ডিভিডেন্ড ঘোষণা করার তারিখ জানাল ১৬ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৬টি কোম্পানি সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত এবং প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার জন্য বোর্ড সভা আহ্বান করেছে। সভাগুলোতে ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাশেষে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

রোববার (১৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিগুলো পৃথকভাবে বোর্ড সভার তারিখ ও সময় জানিয়েছে।

২৬ অক্টোবর রোববার

অ্যাডভেন্ট ফার্মা বিকেল ৩টা ৩০ মিনিটে বোর্ড সভা করবে। একই দিন বিকেল ৪টায় সভা আহ্বান করেছে তসরিফা ইন্ডাস্ট্রিজ এবং শ্যামপুর সুগার মিলস। শ্যামপুর সুগার একই সভায় বার্ষিক ও প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদন করবে।

২৭ অক্টোবর সোমবার

দুপুর ২টা ৩০ মিনিটে সভা অনুষ্ঠিত হবে জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস-এর।বিকেল ৩টায় সভা করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, নাহী অ্যালুমিনিয়াম ও অলিম্পিক অ্যাক্সেসরিজ।একই দিন এডিএন টেলিকম বিকেল ৩টায় বার্ষিক প্রতিবেদন এবং ৩টা ৩০ মিনিটে প্রথম প্রান্তিকের প্রতিবেদন অনুমোদনের জন্য দুটি পৃথক সভা করবে।

এছাড়া বিকেল ৩টা ৩০ মিনিটে সভা করবে একমি ল্যাবরেটরিজ, বিকেল ৪টায় জিকিউ বলপেন এবং বিকেল ৫টায় হাওয়ায়েল টেক্সটাইল।

২৮ অক্টোবর মঙ্গলবার

বিকেল ৩টায় সভা করবে রেনউইক যগেশ্বর অ্যান্ড কোম্পানি এবং উসমানিয়া গ্লাস—উভয় কোম্পানিই একই সভায় বার্ষিক ও প্রান্তিক প্রতিবেদন অনুমোদন করবে। সেদিন বিকেল ৪টায় বোর্ড সভা আহ্বান করেছে পিটিএল টেক্সটাইল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *