টানা পতনের পর স্বস্তির উত্থান, সপ্তাহ শেষ সবুজে

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শুরুতে টানা তিন কর্মদিবস পতনের পর অবশেষে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে দেশের শেয়ারবাজার। প্রথম তিন কর্মদিবসে ডিএসইর সূচক কমে গিয়েছিল ৬৫ পয়েন্ট, তবে সপ্তাহের মাঝামাঝি থেকেই বাজারে কিছুটা ইতিবাচক সাড়া দেখা গেছে।

বুধবার ডিএসইর প্রধান সূচক বাড়ে ৬ পয়েন্টের বেশি, যা বাজারে আস্থা ফেরার প্রথম ইঙ্গিত হিসেবে দেখা হয়। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সেই ধারা আরও জোরদার হয়েছে। দিন শেষে সূচক বেড়েছে প্রায় ৩০ পয়েন্ট, যা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশাবাদ তৈরি করেছে।

তবে সূচক বৃদ্ধির দিনেও আজ লেনদেনে কিছুটা শীতলতা দেখা গেছে। আগেরদিন তুলনামূলকভাবে সূচক কম বাড়লেও লেনদেন ছিল বেশি। বাজার সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক টানা পতনের পর বিনিয়োগকারীরা এখন অপেক্ষা-পরায়ণ কৌশলে রয়েছেন। তবু টানা দুইদিন সূচক বাড়া বাজারে স্থিতিশীলতার ইতিবাচক বার্তা দিচ্ছে।

বৃহস্পতিবার বাাজর পর্যালোচনা

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৪১টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ৮১টির কমেছে এবং ৭২টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ মোট লেনদেন হয়েছে ৪৭৬ কোটি ১০ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের ৫০৩ কোটি ৬৪ লাখ টাকার তুলনায় ২৭ কোটি ৫৪ লাখ টাকা কম। অর্থাৎ, সূচক বেড়েছে ঠিকই, তবে টাকার অঙ্কে লেনদেনের গতি কিছুটা শ্লথ হয়েছে।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৪ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন এ অঙ্ক ছিল ১৮ কোটি ৫৭ লাখ টাকা। আজ সিএসইতে ১৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৯টির দর বেড়েছে, ৫৮টির কমেছে এবং ৩২টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪.০১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৮৭.৫১ পয়েন্টে দাঁড়িয়েছে, যা আগের দিনের ২৫.৬৫ পয়েন্ট বৃদ্ধির ধারাবাহিকতা ধরে রেখেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *