ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তানের পুঁজিবাজার: সূচক বৃদ্ধির রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: টানা কিছুদিনের অস্থিরতা কাটিয়ে ব্যাপকভাবে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তানের পুঁজিবাজার। জাতীয় পরিষদে অনাস্থা-ভোটে প্রধানমন্ত্রী ইমরান খানের বিদায়ে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসতে পারে, এমন সম্ভাবনায় দারুণ তেজী হয়ে উঠেছে বাজার।  সোমবার (১১ এপ্রিল) পাকিস্তান স্টক এক্সচেঞ্জের সব সূচকে রেকর্ড হয়েছে। দেশটির পুঁজিবাজারের ইতিহাসে একদিনে মূল্যসূচক এতটা বাড়েনি আগে। জিও টিভির সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, সোমবার পাকিস্তান স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক পিএসএক্স এক হাজার ৫৬৬ পয়েন্ট বেড়েছে। এটি  একদিনে এই সূচক বৃদ্ধির একটি রেকর্ড। এর আগে একদিনে সর্বোচ্চ সূচক বৃদ্ধির রেকর্ডটি হয়েছিল ২০১৭ সালের ৫ জুন।

এদিন পাকিস্তান স্টক এক্সচেঞ্জের নির্বাচিত ১০০ কোম্পানির মূল্যসূচক কেএসই-১০০ বেড়েছে এক হাজার ৭০০ পয়েন্ট বা তিন দশমিক ৮২ পয়েন্ট। এই সূচক চালু হওয়ার পর একদিনে এত বেশি বাড়েনি কখনো। দিনশেষে সূচকটির অবস্থান দাঁড়িয়েছে ৪৬ হাজার ১৪৫ পয়েন্ট।

সোমবার স্টক এক্সচেঞ্জটিতে লেনদেনে অংশ নেওয়া ৩৮৬ কোম্পানির মধ্যে ৩৩০টির শেয়ারের দাম বেড়েছে। কমেছে মাত্র ৪৫টির দাম। আর ১১ কোম্পানির শেয়ারের দাম ছিল অপরিবর্তিত।

এদিন এই বাজারে এক হাজার ৩৩৬ কোটি রুপি মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছে।

দেশটির সবচেয়ে বড় ব্রোকারহাউজ আরিফ হাবিব লিমিটেডের বাজার বিশ্লেষণে বলা হয়েছে, ইমরান খানের বিদায়ে দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসার সম্ভাবনা, অর্থনৈতিক সংকট কাটাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দেওয়া ঘোষণা ও ডলারের বিপরীতে রুপির বিনিময় মূল্যবৃদ্ধির ঘটনায় আশাবাদি হয়ে উঠেছেন বিনিয়োগকারীরা। লেনদেন ও মূল্যসূচক পরিবর্তনে এরই ইতিবাচক প্রভাব পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *