একনজরে দেখে নিন ১৮ কোম্পানির ইপিএস

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৫ কোম্পানির পরিচালনা পর্ষদ ৯ মাসের (জানুয়ারি –সেপ্টেম্বর ২০২৫), ২ কোম্পানির পর্ষদ ৩ মাসের (জুলাই-সেপ্টেম্বর) ও ১ কোম্পানির পর্ষদ ৬ মাসের (এপ্রিল-সেপ্টেম্বর) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা বা লোকসানের তথ্য প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

*৬ মাসের ইপিএস।

** ১ম প্রান্তিকের ইপিএস।

কোম্পানিগুলোর মধ্যে ৪ কোম্পানির মুনাফা বেড়েছে, ৭ কোম্পানির মুনাফা কমেছে (এরমধ্যে ২টি লোকসানে নেমেছে), ১টি কোম্পানির মুনাফা অপরিবর্তিত রয়েছে, ৪ কোম্পানির লোকসান কমেছে ও ২টি কোম্পানির লোকসান বেড়েছে।

নিম্নে কোম্পানিগুলোর ইপিএস এর তথ্য তুলে ধরা হল-

কোম্পানির নাম৯মাসের ইপিএস(জানু:-সেপ্টে:২৫)৯ মাসের ইপিএস(জানু:-সেপ্টে:২৪)হ্রাস/বৃদ্ধির হার
ফেডারেল ইন্স্যুরেন্স০.৮৫০.৭৫১৩%
স্ট্যান্ডার্ড ব্যাংক০.৫২০.৪৮৮%
ইস্টার্ন ইন্স্যুরেন্স২.৭৭২.৭২২%
স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স২.০৫২.০৩১%
ট্রাস্ট ব্যাংক২.৬৭২.৬৬০০%
*বার্জার পেইন্টস৩১.১৪৩২.২৮(৪%)
মার্কেন্টাইল ইন্স্যুরেন্স০.৬৪০.৭০(৯%)
রিপাবলিক ইন্স্যুরেন্স১.৪৭১.৬৬(১১%)
ঢাকা ইন্স্যুরেন্স১.৬৮২.০৮(১৯%)
বিএটিবিসি১৩.৩৪২৪.৪৯(৪৬%)
রূপালি ব্যাংক(৩.২৪)১.০২(৪১৮%)
এবি ব্যাংক(৩৪.৬১)০.১৯(১৮৩১৬%)
**মেঘনা কনডেন্সড(০.১০)(০.৩০)৬৭%
ইউনিয়ন ক্যাপিটাল(১.৭৬)(৩.৭৬)৫৩%
এক্সিম ব্যাংক(২.১৭)(২.৭৭)২২%
ফাস ফাইন্যান্স(১৪.৯৭)(১৫.২৪)২%
ন্যাশনাল ব্যাংক(৪.৫০)(৪.১৫)(৮%)
**মেঘনা পেট(০.২১)(০.০৬)(২৫০%)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *