নিজস্ব প্রতিবেদক: নতুন তালিকাভুক্ত গ্লোবাল ইসলামী ব্যাংক আজ লেনদেনের প্রথম দিন ফেস ভ্যালুর নিচে ১০ শতাংশ কম দরে ট্রেড হয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইতিহাসে ইতিহাস গড়লো।
নতুন তালিকাভুক্ত কোম্পানিটি আইপিওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের ৪২ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করে শেয়ারবাজার থেকে ৪২৫ কোটি উত্তোলন করেছে।
তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি হয়েছে ৬৬ পয়সা, গত বছর একই সময়ে ইপিএস ছিল ৯৪ পয়সা।
তিন প্রান্তিক বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২২) শেয়ার প্রতি হয়েছে ১ টাকা ৫৭ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৯১ পয়সা।
আইপিও পরবর্তী কোম্পানিটির নয় মাসে ইপিএস হয়েছে ৮৬ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৬ টাকা ৬১ পয়সা। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির এনএভি হয়েছে ১৩ টাকা ৬২ পয়সা।
এই রিপোর্ট প্রকাশের শেষ সময় ২.১০ টায় গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ারটি ৯ টাকায় লেনদেন হচ্ছিল। সার্কিট ব্রেকারের নিচে ৯ টাকায় ২২ লাখ ৭৫ হাজার ৩৪৩টি শেয়ার বিক্রির অফার ছিলেএবং সর্বমোট ২ কোটি ৩৪ লাখ ৫০ হাজার ২৫৮টি শেয়ারলেনদেন হয়েছে।