নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার (৩০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন শুরুতেই বিপর্যয়ে পড়েছে, বন্ধ রয়েছে লেনদেন। সিকিউরিটিজ হাউজগুলোতে খবর নিয়ে জানা গেছে, সার্ভার ত্রুটির কারণে লেনদেন বন্ধ রয়েছে।
মূলত, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেডিং সফটওয়্যারে কারিগরি সমস্যা দেখা দিয়েছে। ফলে সকাল ৯টা ৩০ মিনিট থেকে লেনদেন শুরু হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। ডিএসইর ওয়েবসাইট আপডেটও বন্ধ রয়েছে।
ডিএসইর আইটি বিভাগ জানিয়েছে, ত্রুটি সারতে সময় লাগতে পারে, ২ ঘন্টাপর লেনদেন চালু হবে। অর্থাৎ আজ সকাল ১১ টায় লেনদেন চালু হতে পারে।