নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, সাম্প্রতিক মাসগুলোতে অর্থনীতিতে বেশ কিছু আশার আলো দেখা যাচ্ছে। মূল্যস্ফীতি ১২.৫ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৮.৩ শতাংশে, যা আগামী দিনে আরও কমার সম্ভাবনা রয়েছে বলে আশা প্রকাশ করেন তিনি।
“গত এক-দুই মাসে মূল্যস্ফীতি প্রায় ৭ শতাংশে নামতো, যদি না সাময়িকভাবে চালের দাম বেড়ে যেত,”— বলেন গভর্নর।তিনি জানান, রিজার্ভের অবস্থাও স্থিতিশীল রয়েছে, যা এখন পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানোর সক্ষমতা রাখে।
বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ ২৪ শতাংশে পৌঁছেছে জানিয়ে গভর্নর বলেন,“শেখ হাসিনা সরকারের সময় ব্যাপক দুর্নীতি ও ব্যাংক লুটের ফলেই আজ এই পরিস্থিতি। তবে বর্তমান সরকার এই অনিয়ম রোধে কঠোর পদক্ষেপ নিচ্ছে।”বাংলাদেশ ব্যাংক এখন এ হার কমিয়ে ৪ থেকে ৫ শতাংশে আনার লক্ষ্য নিয়েছে।
ব্যাংক খাত সংস্কার ও নতুন উদ্যোগ: পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করা হবে, ৯টি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (লিজিং কোম্পানি) ধাপে ধাপে বন্ধ করে দেওয়া হবে
উদ্যোক্তা ও উদ্ভাবনের জন্য ৯০০ কোটি টাকার ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে বাংলাদেশ ব্যাংক দেবে ৬০০ কোটি টাকা
“দেশে একটি ক্যাশলেস ট্রানজেকশন সিস্টেম গড়ে তোলা সময়ের দাবি,”— বলেন গভর্নর। এর ফলে রাজস্ব আয় বাড়বে এবং প্রশাসনিক ব্যয় কমবে।
এই তথ্যগুলো তিনি তুলে ধরেন স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের কৌশল বাস্তবায়ন সংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির বৈঠকে, যা অনুষ্ঠিত হয় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদসহ সরকারের বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা।

