RN Trading Limited

২২ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

June 22, 2025 | by Firoj Alam

RN-NEWS-F-7-1024×536.jpg

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২২ জুন) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬ টির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে স্টাইল ক্র্যাফট এর।

এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ২ টাকা ৮০ পয়সা বা ৪.৮৭ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রহিমা ফুড এর শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ২ টাকা ৭০ পয়সা বা ৩.৭১ শতাংশ।

আর ২০ পয়সা বা ৩.৫৭ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লেগেসি ফুট ৩.০১ শতাংশ, পায়োনিয়ার ইন্সুরেন্স ২.২০,ফাইন ফুডস ১.৩৯ , দেশ গার্মেন্টস ১.২০ শতাংশ,এটলাস বাংলাদেশ ১.১৩ ও প্রাইম টেক্সটাইল ০.৮৮ শতাংশ দর বেড়েছে।

RELATED POSTS

View all

view all