RN Trading Limited

বাজেটকে শেয়ারবাজারবান্ধব বলছে ডিএসই

June 3, 2025 | by Jumman Sikder

RN-001

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘শেয়ারবাজারবান্ধব’ হিসেবে আখ্যায়িত করেছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)। সংস্থাটির চেয়ারম্যান মমিনুল ইসলাম মনে করেন, বাজেটের বেশ কিছু প্রস্তাব দেশের শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব ফেলবে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গঠনে সহায়ক হবে। সোমবার (২ জুন) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ টেলিভিশনের মাধ্যমে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন।

বাজেট-পরবর্তী এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসই জানায়, কর কাঠামো ও বিনিয়োগ-সুবিধা সংক্রান্ত বেশ কয়েকটি প্রস্তাব বাজারের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। এসবের মধ্যে রয়েছে:

তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর ব্যবধান বৃদ্ধি: এটি নতুন কোম্পানিগুলোকে তালিকাভুক্ত হতে উৎসাহিত করবে।

মার্চেন্ট ব্যাংকের করহার হ্রাস: এই প্রস্তাব তাদের কার্যক্রমে গতি আনবে এবং গবেষণায় বিনিয়োগ বাড়াতে উৎসাহিত করবে।

লেনদেনে উৎসে কর হ্রাস (০.০৫% থেকে ০.০৩%): এটি ব্রোকারহাউজগুলোর জন্য স্বস্তিদায়ক হবে এবং লেনদেন বাড়াতে সহায়ক হবে।

ডিএসই আরও জানায়, সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নেওয়া কিছু পদক্ষেপও বাজারবান্ধব উদ্যোগের অংশ। এর মধ্যে রয়েছে বিও অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণ ফি ৪৫০ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা করা এবং সিসি অ্যাকাউন্টে সুদের ২৫% ইনভেস্টরস প্রটেকশন ফান্ডে প্রদান করার সিদ্ধান্ত, যা ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কার্যকর হবে।

এছাড়া ব্যক্তি বিনিয়োগকারীদের জন্য তালিকাভুক্ত কোম্পানি থেকে অর্জিত ৫০ লাখ টাকা পর্যন্ত মূলধনী আয় করমুক্ত রাখার বিধান এবং এর বেশি আয়ের ওপর করহার ১৫ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্তকেও ইতিবাচক হিসেবে উল্লেখ করেছে ডিএসই।

প্রস্তাবিত বাজেটে সরকারের মালিকানাধীন বহুজাতিক ও লাভজনক প্রতিষ্ঠানগুলোকে শেয়ারবাজারে আনার উদ্যোগ, বেসরকারি খাতের বড় কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করতে উৎসাহ প্রদানের প্রস্তাব—সব মিলিয়ে বাজারের গভীরতা ও স্থিতিশীলতা বাড়বে বলে মন্তব্য করেন ডিএসই চেয়ারম্যান।

তিনি বলেন, এই বাজেট ও সাম্প্রতিক নীতিগত উদ্যোগগুলো শেয়ারবাজার উন্নয়নে সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। ডিএসই ভবিষ্যৎমুখী প্রযুক্তি ও দক্ষতার মাধ্যমে একটি টেকসই শেয়ারবাজার গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।

শুভ ইসলাম/

RELATED POSTS

View all

view all