
নিজস্ব প্রতিবেদক
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেডের অস্বাভাবিক শেয়ারদর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।
কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির কর্তৃপক্ষ সিএসই-কে এমনটি জানিয়েছে।
সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে সিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ারদর এভাবে বাড়ছে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২২ অক্টোবর ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ছিল ১১ টাকা ৯০ পয়সা। ১৯ নভেম্বর কোম্পানিটির শেয়ারদর ১৬ টাকা ৭০ পয়সা উন্নীত হয়।
কোনো কারণ ছাড়া শেয়ারটির এমন দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে সিএসই।
RELATED POSTS
View all