RN Trading Limited

শেয়ারবাজারে আসছে বাংলালিংক

March 22, 2023 | by Jumman Sikder

RN NEWS F

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে আসছে মোবাইল ফোন অপারেটর বাংলালিংক। কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ৯০০ কোটি টাকা উত্তোলন করবে। এ জন্য অভিহিত মূল্যে বা ১০ টাকা করে কোম্পানিটি ১০ শতাংশ শেয়ার ছাড়বে।

এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর মঙ্গলবার (২১ মার্চ) শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে বৈঠক করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ।

বৈঠকে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
সভায় বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদসহ বিএসইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আর বাংলালিংকের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা কান তারজিগলুর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

বাংলালিংকের পেইড আপ ক্যাপিটাল আট হাজার কোটি টাকা। নতুন করে আরও ৯০০ কোটি টাকা বৃদ্ধি হবে। এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বলেন, আইপিওর ফিক্স প্রাইস পদ্ধতিতে বাংলালিংক শেয়ারবাজারে থেকে ৯০০ কোটি টাকা উত্তোলন করতে চায়। এর আগে গ্রামীণফোন ও রবি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

বাংলালিংক তালিকাভুক্ত হলে বড় তিনটি মোবাইল অপারেটর শেয়ারবাজারে চলে আসবে। মোবাইল ফোন অপারেটর কোম্পানি বাংলালিংক মাল্টার টেলিকম ভেঞ্চারস লিমিটেডের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান, যা গ্লোবাল টেলিকম লিমিটেডের ১০০ শতাংশ মালিকানাধীন একটি সহায়ক প্রতিষ্ঠান। বাংলাদেশে ২০০৫ সালের ফেব্রুয়ারি মাসে চালু হওয়া প্রতিষ্ঠানটির বর্তমানে চার কোটি গ্রাহক রয়েছে। ২০২২ সালের আর্থিক প্রতিবেদন অনুসারে ১২ শতাংশ প্রবৃদ্ধি রয়েছে। বর্তমানে কোম্পানির আয় পাঁচ হাজার ৩৪৭ কোটি টাকা।
এর মধ্যে ডাটা খাতে আয় হয়েছে চার হাজার ৭৯৪ কোটি টাকা।

RELATED POSTS

View all

view all