নিজস্ব প্রতিবেদক:
সরকার নির্ধারিত মূল্যে বিদ্যুৎ বিক্রি করতে সামিট গ্রুপকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (০৯ মার্চ) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ সদস্যের আপিল বেঞ্চ এই রায় দেন।
একই সঙ্গে আপিল বিভাগ সামিটের দাবি অনুযায়ী সরকারকে ৭৫০ কোটি টাকা পরিশোধের হাইকোর্টের সিদ্ধান্ত বাতিল করে দেন।
সরকারের সঙ্গে চুক্তিতে যে পরিমাণ গ্যাস কিনেছে তার চেয়ে বেশি দামে বিদ্যুৎ বিক্রির দাবিতে এই মামলা করেছিল সামিট গ্রুপ।
২০১৫ সালে সামিট হাইকোর্টে আপিল করলে রায় তাদের পক্ষে যায়। এর বিরুদ্ধে আপিল করে বিদ্যুৎ বিভাগ। যার পরিপ্রেক্ষিতে আজ আপিল বিভাগ এই রায় দেন।