RN Trading Limited

আজ ৭ কোম্পানির লেনদেন বন্ধ

November 22, 2022 | by Jumman Sikder

RN NEWS F

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি শেয়ার লেনদেন আজ সোমবার (২২ নভেম্বর ২০২২) বন্ধ থাকবে। ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে। লংকাবাংলা সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগেুলো হলো : দেশ গার্মেন্টস ১০ শতাংশ ক্যাশ, বারাকা পাওয়ার ১০ শতাংশ ক্যাশ, বসুন্ধরা পেপার ১০ শতাংশ ক্যাশ, এইচআর টেক্সটাইল ৫ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক, ওয়াটা কেমিক্যাল ২০ শতাংশ ক্যাশ, ইউনাইটেড পাওয়ার ১৭০ শতাংম ক্যাশ এবং বারাকা পতেঙ্গা ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আর রেকর্ড ডেটের পর আগামীকাল বুধবার ২৩ নভেম্বর ২০২২ কোম্পানিগুলো আবার লেনদেনে ফিরবে।

RELATED POSTS

View all

view all