R.N. Trading Limited

মা‌র্কেট মুভা‌রে নতুন দুই কোম্পা‌নি

November 1, 2022 | by Jumman Sikder

News Border

নিজস্ব প্রতিবেদক : প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার মার্কেট লিডার বা ভলিউম লিডারে নতুন করে উঠে এসেছে এডিএন টেলিকম এবং আমরা টেকনোলজি লিমিটেড। মার্কেট মুভারে আসা এই দুই কোম্পানিরই শেয়ার দর বেড়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এডিএন টেলিকম: আজ এডিএন টেলিকমের শেয়ার লেনদেন হয়েছে ২৩ লাখ ৬৬ হাজার ৫৫৩টি। যার বাজার মুল্য ছিলো ৩২ কোটি ৫১ লাখ টাকা। কোম্পানিটি ডিএসইর মার্কেট লিডারের৬ষ্ঠ স্থানে উঠে এসেছে। আজ কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ৭০ পয়সা বা ৩.৫৯ শতাংশ। আগেরদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ১৩১ টাকায়। আজ ক্লোজিং দর হয়েছে ১৩৫ টাকা ৭০ পয়সায়।

আমরা টেকনোলজি: আজ আমরা টেকনোলজির শেয়ার লেনদেন হয়েছে ৬০ লাখ ৮৪ হাজার ৬২৯টি। যার বাজার মুল্য ছিলো ৩০ কোটি ৮১ লাখ টাকা। কোম্পানিটি ডিএসইর মার্কেট লিডারের ৯ম স্থানে উঠে এসেছে। আজ কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ৭০ পয়সা বা ৯.৯৮ শতাংশ। আগেরদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৪৭ টাকা ১০ পয়সায়। আজ ক্লোজিং দর হয়েছে ৫১ টাকা ৮০ পয়সায়।

RELATED POSTS

View all

view all