শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনার ব্যাংকের পরিচালনা পর্ষদ বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটি সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করে ৫০০ কোটি টাকার উত্তোলন করবে। এই টাকা দিয়ে কোম্পানির মূলধন শক্তিশালী করবে।
নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর ব্যাংকটি এই বন্ড ইস্যু করবে।