RN Trading Limited

ডিএসই বিকাশকে বিও একাউন্টে যুক্ত করার ব্যপারে ভাবছে

February 1, 2022 | by Jumman Sikder

DSC08684

নিজেস্ব প্রতিনিধি

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যাবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূইয়া বলেছেন, বিকাশকে বিও অ্যাকাউন্টের (বেনিফিশিয়ারি ওনার্স) সঙ্গে যুক্ত করা যায় কিনা, সেটা নিয়ে ভাবছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। যাদের ব্যাংক একাউন্ট নেই, তারা যেন বিকাশে লেনদেন করতে পারে, সে বিষয় নিয়ে কাজ করছি আমরা। আমরা চাই যাদের ব্যাংক একাউন্ট নেই, তারাও পুঁজিবাজারে আসার সুযোগ পাক।

সোমবার (৩১ জানুয়ারি) থ্রিআই সিকিউরিটিজের লেনদেনের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থ্রি-আই সিকিউরিটিজ এর ব্যাবস্থাপনা পরিচালক ইস্তাক আহম্মেদ এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সদস্যবৃন্দরা।

RELATED POSTS

View all

view all