নিজস্ব প্রতিবেদক : আজ (মঙ্গলবার) বিকেলে বোর্ড সভা অনুষ্ঠিত হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯৪ কোম্পানির। সভায় কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর, ২০২১ অর্থবছরের জন্য ডিভিডেন্ড এবং জানুয়ারি-মার্চ’২২ প্রান্তিকের ইপিএস প্রকাশ করবে। ডিএসই ও লঙ্কাবাংলা সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাংকের বোর্ড সভা দুপুর সোয়া ২টায়, ওয়ান ব্যাংকের দুপুর আড়াইটায়, এক্সিম ব্যাংকের দুপুর আড়াইটায়, সাউথবাংলা ব্যাংকের বিকাল ৩টায়, রিপাবলিক ইন্স্যুরেন্সের দুপুর আড়াইটায়, রূপালী ইন্স্যুরেন্সের দুপুর আড়াইটায়, ফিনিক্স ইন্সুরেন্সের দুপুর আড়াইটায়, ফেডারেল ইন্সুরেন্সের দুপুর সোয়া ২টায়, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের বিকাল ৩টায়, রূপালী ইন্স্যুরেন্সের দুপুর আড়াইটায়, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দুপুর আড়াইটায়, নর্দার্ণ ইন্স্যুরেন্সের বিকাল সাড়ে ৩টায়, ইউনিয়ন ক্যাপিটালের দুপুর ২টায়, হাইডেলবার্গ সিমেন্টের বিকাল পৌনে ৩টায়, ম্যারিকোর বিকাল ৪টায়, অগ্নি সিস্টেমসের বিকাল ৪ টায়, অলটেক্সের বিকাল ৩টায়, আইডিএলসি ফাইন্যান্সের দুপুর সোয়া ২টায়, আফতাব অটোর দুপুর আড়াইটায়, আমরা টেকনোলজির দুপুর আড়াইটায়, আমরা নেটওয়ার্কের দুপুর সোয়া ২টায়, আলহাজ্ব টেক্সটাইলের বিকাল ৩টায়, ইউনাইটেড পাওয়ারের বিকাল ৩ টায়, ইনডেক্স এগ্ৰোর বিকাল ৩ টায়, ইন্দো-বাংলা ফার্মার বিকাল ৩টায়, ইস্টার্ন ক্যাবলসের বিকাল সাড়ে ৩ টায়, এএমসিএল (প্রাণ) বিকাল ৩টায়, একমি পেস্টিসাইডের বিকাল সাড়ে ৩ টায়, এনভয় টেক্সটাইলের দুপুর আড়াইটায়, এপেক্স ট্যানারির দুপুর আড়াইটায়, এমবি ফার্মার দুপুর আড়াইটায়, এস আলমের দুপুর ২.১৫ টায়, এ্যাপেক্স ফুডের বিকাল ৩টায়, এ্যাপেক্স স্পিনিংয়ের দুপুর আড়াইটায়, ওয়াইম্যাক্স ২৭ এপ্রিল বিকাল ৩টায়, কাসেম ইন্ডাস্ট্রিজের দুপুর আড়াইটায়, কেডিএস এক্সেসরিজ দুপুর আড়াইটায়, খান ব্রাদার্স দুপুর সোয়া ২টায়, গোল্ডেনসন দুপুর আড়াইটায়, গ্রামীণ-টুয়ের বিকাল ৩ টায়, জাহিন টেক্সের বিকাল ৩টায়, জাহিন স্পিনিং দুপুর আড়াইটায়, জিপিএইচ ইস্পাতের বিকাল পৌনে ৩টায়, ড্যাফোডিল কম্পিউটার্স বিকাল ৩টায়, ড্রাগন সোয়েটার দুপুর আড়াইটায়, তশরিফা ইন্ডাষ্ট্রিজের দুপুর আড়াইটায়, দেশবন্ধু পলিমার বিকাল ৩টায়, নাভানা সিএনজির বিকাল সাড়ে ৩টায়, নিউ লাইন ক্লোথিংসের বিকাল ৩টায়, পদ্মা ওয়েল দুপুর ২.৩০ টায়, প্যারামাউন্ট টেক্সটাইলে বিকাল ৩ টায়, প্যাসিফিক ডেনিমসের দুপুর আড়াইটায়, প্রাইমটেক্সের বিকাল ২.১৫ টায়, ফরচুন সুজের বিকাল সাড়ে ৩টায়, ফারইস্ট নিটিংয়ের দুপুর আড়াইটায়, বসুন্ধরা পেপারের দুপুর ২.৩৫ টায়, বারাকা পতেঙ্গা পাওয়ারের বিকাল ৩.৪৫ টায়, বারাকা পাওয়ারের বিকাল ৫.১৫ টায়, বিডিকমের বিকাল ৩টায়, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের বিকাল সাড়ে ৩টায়, বেক্সিমকো লিমিটেডের বিকাল ৪.৩০ টায়, শাইনপুকুর সিরামিকসের বিকাল ৪.৩০ টায়, মবিল যমুনার বিকাল সাড়ে ৩টায়, মীর আখতারের দুপুর আড়াইটায়, মুন্নু এগ্রো মেশিনারিজের দুপুর ২.০৫ টায়, মুন্নু সিরামিকের দুপুর আড়াইটায়, মেঘনা পেট্রোলিয়ামের দুপুর ২.১৫টায়, মেঘনা সিমেন্টের বিকাল পৌনে ৩টায়, ম্যারিকোর বিকাল ৪টায়, যমুনা অয়েলের দুপুর আড়াইটায়, রংপুর ফাউন্ড্রির বিকাল সাড়ে ৩টায়, রহিমা ফুডের দুপুর আড়াইটায়, রানার অটোমোবাইলস দুপুর আড়াইটায়, রেকিট বেনকিজারের বিকাল পৌনে ৩টায়, রেনাটা লিমিটেডের দুপুর আড়াইটায়, লিগ্যাসি ফুটওয়্যারের দুপুর আড়াইটায়, সাইফ পাওয়ারটেকের বিকাল ৩টায়, সাফকো স্পিনিংয়ের বিকাল সাড়ে ৩টায়, সামিট পাওয়ারের দুপুর সোয়া ২টায়, সায়হাম কটনের দুপুর আড়াইটায়, সায়হাম টেক্সটাইলের বিকাল ৩টায়, সিনোবাংলার বিকাল ৪টায়, সী পার্ল হোটেলেরদুপুর আড়াইটায়, সোনালী পেপারের দুপুর ২.৩০টায়, স্কয়ার টেক্সটাইলের বিকাল পৌনে ৩টায়, স্কয়ার নীটের দুপুর ২.১৫ টায়, স্কয়ার ফার্মার দুপুর ২.১৫ টায়, স্ট্যান্ডার্ড সিরামিকের দুপুর আড়াইটায়, হাইডেলবার্গ সিমেন্টের বিকাল পৌনে ৩টায়, এশিয়ান টাইগার গ্রোথ ফান্ডেরের দুপুর ২.০৫ টায়, এসইএম লেকচার গ্রোথ ফান্ডেরের দুপুর ২.২৫ টায়, এসইএম লেকচার মিউচুয়াল ফান্ডেরের বিকাল সোয়া ২টায়,
সিএপিএম ইবিবিএল মিউচুয়াল ফান্ডেরের বিকাল সাড়ে ৩টায়, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডেরের বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
কোম্পনিগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাংক, ওয়ান ব্যাংক, এক্সিম ব্যাংক, সাউথবাংলা ব্যাংক, রিপাবলিক ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্সুরেন্স, ফেডারেল ইন্সুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, রূপালী ইন্সুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, নর্দার্ণ ইন্স্যুরেন্স, ইউনিয়ন ক্যাপিটাল, হাইডেলবার্গ সিমেন্ট এবং ম্যারিকো ৩১ ডিসেম্বর, ২০২১ অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।
বাকি কোম্পানিগুলো জানুয়ারি-মার্চ’২২ প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।