
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি (ট্রেডিং কোড-পিটিএল) সৌর বিদ্যুৎ খাতে বিনিয়োগ করবে। কোম্পানিটি সৌর বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ডাইনামিক সান এনার্জি লিমিটেডের ৪৯ শতাংশ শেয়ার কিনবে।
সোমবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত প্যারামাউন্ট টেক্সটাইলের পর্ষদ সভায় বিনিয়োগ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র অনুসারে, ব্যবসাবহুমুখীকরণ কার্যক্রমের অংশ হিসেবে সৌর বিদ্যুৎ খাতে আলোচিত বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
ডাইনামিক সান এনার্জি পাবনা জেলার সদর থানায় ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুৎ উৎপাদনকারী প্ল্যান্ট স্থাপন করবে। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। উৎপাদন শুরুর পর থেকে ২০ বছর পর্যন্ত কেন্দ্রটি থেকে বিদ্যুৎ কিনবে সরকার।
আলোচিত প্রকল্প স্থাপনে আনুমানিক এক হাজার ৩০০ কোটি টাকা ব্যয় হবে।
RELATED POSTS
View all