নিজস্ব প্রতিবেদক: পাঁচটি সংকটাপন্ন ইসলামী ব্যাংক একীভূত করার মাধ্যমে যে নতুন শরিয়াহ-ভিত্তিক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠিত হচ্ছে, তার কর্মীদের বেতন সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত হ্রাস করা হতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সংশ্লিষ্ট পাঁচটি ব্যাংককে ইতোমধ্যেই মৌখিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের একজন উচ্চপদস্থ কর্মকর্তা টিবিএসকে নিশ্চিত করেছেন যে, রোববারের মধ্যে এই ব্যাংকগুলোতে লিখিত নির্দেশনা পাঠানো হতে পারে। এই মৌখিক নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন শরিয়াহ-ভিত্তিক একটি ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও। তিনি জানান, তারা রোববারের মধ্যে এ সংক্রান্ত লিখিত নির্দেশনা আশা করছেন।
অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিক টিবিএসকে জানিয়েছেন, সম্মিলিত ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংক ৩৫০ কোটি টাকার সহায়তা দিয়েছে। তিনি আরও নিশ্চিত করেন যে, গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন—যদিও কর্মীদের বেতন সামান্য কমবে, তবে ভবিষ্যতে তাদের জন্য নতুন পে-স্কেল প্রণয়ন করা হবে।
প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে বাংলাদেশ ব্যাংক পাঁচটি সমস্যাগ্রস্ত শরিয়াহ-ভিত্তিক ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠনের জন্য প্রাথমিক অনুমোদন প্রদান করে এবং লেটার অভ ইনটেন্ট জারি করে। গত বছর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণের পর থেকে বাংলাদেশ ব্যাংক এই পাঁচটি ব্যাংককে প্রায় ৩৫ হাজার ৩০০ কোটি টাকার তারল্য সহায়তা দিয়ে আসছে।

