
দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) রাইট শেয়ার ইস্যু এবং স্ট্র্যাটেজিক ইনভেস্টরের কাছে শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। এর মূল উদ্দেশ্য ব্যাংকটির পরিশোধিত মূলধন বৃদ্ধি করা।
২৯ মে অনুষ্ঠিত ব্যাংকের বোর্ড সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। একই সভায় ব্যাংকের সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত ও প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়।
সূত্র জানায়, ইউসিবি ২:১ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করবে। অর্থাৎ, বিদ্যমান দুই শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যু করা হবে। শেয়ারের অভিহিত মূল্য হবে ১০ টাকা প্রতি শেয়ার।
বোর্ড একইসঙ্গে একটি স্ট্র্যাটেজিক ইনভেস্টরের কাছে ব্যাংকের বর্তমান পরিশোধিত মূলধনের ৫০ শতাংশ মূল্যের নতুন শেয়ার বিক্রির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। শেয়ারের দাম সম্ভাব্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দর কষাকষির মাধ্যমে নির্ধারণ করা হবে। বিষয়গুলো চূড়ান্ত হলে ব্যাংক তা প্রকাশ করবে।
RELATED POSTS
View all