RN Trading Limited

ব্লক মার্কেটে ফ্লোর প্রাইস থেকে ১০% কমে শেয়ার বিক্রির অনুমতি

November 16, 2022 | by Jumman Sikder

RNT-19-04-22-03

নিজস্ব প্রতিবেদক : দেশের পুঁজিবাজারে টানা তিন কার্যদিবস ধরে বড় পতন হয়েছে। এ পরিস্থিতিতে ও ফ্লোর প্রাইসের শেয়ারে আটকে থাকা বিনিয়োগকারীদের স্বার্থে ব্লক মার্কেটে ফ্লোর প্রাইস থেকে ১০% কম দামে শেয়ার বিক্রির অনুমতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ (১৫ নভেম্বর) এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে বিএসইসি।

বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে কমিশন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশকে (সিডিবিএল) নির্দেশ দেয যে, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনা করে এক্সচেঞ্জগুলো ব্লক মার্কেটের গ্রাহকদের ক্ষেত্রে বর্তমানে সার্কিট ব্রেকার সিস্টেম ও ফ্লোর প্রাইস থেকে ১০% পর্যন্ত কম দামে শেয়ার লেনদেন করার অনুমতি দিতে পারবে। এক্ষেত্রে আগের দিনে পাবলিক বা স্পট মার্কেটে লেনদেন শেষে শেয়ারের সর্বশেষ দর থেকে ১০% পর্যন্ত কম দামে শেয়ার বিক্রি করা যাবে।

এছাড়া কমিশনের ২০১৯ সালে ১৪ নভেম্বর এ জারি করা আদেশের অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে৷ এ বিষয়টি অবিলম্বে কার্যকর হবে৷

RELATED POSTS

View all

view all