নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে।কোম্পানিগুলো হলো-বিডি ফাইন্যান্স, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, বাটা সু, অগ্রণী ইন্স্যুরেন্স এবং সোনালী পেপার।
ডিএসই সূত্রে জানা গেছে, আগামী ২৩ মে, সোমবার কোম্পানি ৫টির রেকর্ড ডেট। এর আগের ১৯ থেকে ২২ মে স্পট মার্কেটে হবে এ কোম্পানি ৫টির লেনদেন। রেকর্ড ডেটের কারণে আগামী ২৩ মে, সোমবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানি ৫টি।