নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম দেশের শেয়ারবাজারে বিদেশী বিনিয়োগ আকৃষ্টে দুবাই সফরে যাচ্ছেন।সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক মুহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে পাঁচদিনের সফরে আগামীকাল সোমবার (৭ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হিসেবে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম দুবাই যাচ্ছেন।
অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম দুবাইয়ে প্রবাসি, বিভিন্ন ব্যবসায়ি ও সরকারের উচ্চ পদস্থ বিভিন্ন ব্যক্তিদের সাথে বৈঠকে মিলিত হবেন। এসব বৈঠকে তিনি দেশের শেয়ার বাজারে প্রবাসি ও বিদেশীদের বিনিয়োগের আহবান জানাবেন। বিএসইসি’র এক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে বিএসইসি চেয়ারম্যান ৫ দিনের সফরে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন। এ সফরে তিনি শেয়ারবাজার উন্নয়নে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।