নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগকারীদের দাবির লক্ষ্যে এবং ফ্লোর প্রাইস থেকে মুক্তি দিতে ফ্লোর প্রাইসের নিচে শেয়ার লেনদেনে অনুমতি দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির এই সিদ্ধান্তের পর ফ্লোর প্রাইসের থেকে ১০ শতাংশ কম দরে ব্লক মার্কেটে শেয়ার বিক্রি হতে দেখা যায়নি। তবে কিছু কোম্পানির শেয়ার ফ্লোরর প্রাইসের কিছু কমে লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে বিনিয়োগকারীদের ফ্লোরের কম দামে শেয়ার বিক্রির ক্ষেত্রে তেমন আগ্রহ না দেখা যাওয়া শেয়ারবাজারের জন্য একটি ভালো দিক বলে মনে করছেন বিশ্লেষকরা। এরমানে হচ্ছে ব্লকে ফ্লোর প্রাইসের থেকেও কম দামে শেয়ার বিক্রি করতে আগ্রহী নয় বিনিয়োগকারীরা। আর বিনিয়োগকারীদের আগ্রহ না থাকায় আজ ফ্লোর প্রাইস থেকে উপরে লেদেন হতে দেখা গেছে স্কয়ার ফার্মার শেয়ার।
এছাড়াও, ফ্লোরে পরে থাকা ভালো ভালো কোম্পানিগুলোর শেয়ারও ফ্লোর প্রাইসে নিচে লেনদেন হতে তেমন একটা দেখা যায়নি। যা বাজারের জন্য ভালো। এই জায়গা থেকে ফ্লোর প্রাইস তুলে দিলেও তেমন কোন প্রভাব বাজারে পরবেনা বলেও মনে করছেন শেয়ারবাজার সংশ্লিষ্টরা। তাই বিনিয়োগকারীদের মাঝে ফ্লোর প্রাইস তুলে দেওয়ার আতঙ্ক কমতে শুরু করেছে। যার কারণে সুবাতাস বইতে শুরু করেছে শেয়ারবাজারে।
বৃহস্পতিবারের শেয়ারবাজার পযালোচনা:
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১২.৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৬৫.৯৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭.৩৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮.২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৬৪.১৮ পয়েন্টে এবং দুই হাজার ১৯৯.৯১ পয়েন্টে।
ডিএসইতে আজ ৫৫২ কোটি ১৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৮৩ কোটি ৬২ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৪৬৮ কোটি ৫১ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৭টির, শেয়ার দর কমেছে ৪২টির এবং ২২৪টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮.১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৯২.৯৮ পয়েন্টে। সিএসইতে আজ ১৪৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪২টির দর বেড়েছে, কমেছে ২২টির আর ৮৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।