R.N. Trading Limited

থামল মিডল্যান্ডের চমক

April 11, 2023 | by Jumman Sikder

RN NEWS F

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে লেনদেন শুরুর দিন ১০ শতাংশ দর হারিয়ে ফেলা মিডল্যান্ড ব্যাংক আগের তিন কর্মদিবসে ২৬ শতাংশের বেশি দর বেড়ে যে চমক দেখিয়েছিল, তা থেমেছে আজ সোমবার (১০ এপ্রিল)। যদিও দিনের শুরুতে শেয়ারদর আরও প্রায় ১০ শতাংশ বেড়ে ১৪ টাকা ১০ পয়সায় উঠে গিয়েছিল। পরে আবার এক পর্যায়ে আগের দিনের চেয়ে প্রায় ৮ শতাংশ দর হারিয়ে ফেলে। তবে দিন শেষে আগের দিনের ১২ টাকা ৯০ পয়সায় স্থির হয় দর।

এরআগে দুটি ব্যাংকের আইপিও শেয়ার বিনিয়োগকারীদের বেশ ভুগিয়েছিল। যার কারণে মিডল্যান্ড ব্যাংকের আইপিওতে বিনিয়োগকারীরা তেমন আগ্রহই দেখা যায়নি। যার কারণে কোম্পানিটির আইপিও আন্ডার সাবক্রিপশন হয়েছে। আর সেই শেয়ার আন্ডার রাইটাররা কিনেছে।

RELATED POSTS

View all

view all