RN Trading Limited

ডিবিএ’র নতুন পরিচালক মোঃ নাদিম

February 1, 2022 | by Jumman Sikder

Nadim RN1

নিজেস্ব প্রতিনিধি

ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের স্বনামধন্য ব্রোকারেজ হাউজ আর.এন. ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাদিম

ডিবিএর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ ডিসেম্বর ২০২১ তারিখে ডিবিএর পরিচালক শরীফ আনোয়ার হোসেন পদত্যাগ করলে তার পদটি শূণ্য হয়ে পড়ে। এরপর গত ১২ জানুয়ারী ২০২২ তারিখে অনুষ্ঠিত ডিবিএর ৮৯তম পর্যদ সভায় শূণ্য পদে একজন পরিচালক মনোনয়নের উপর আলোচনা ও সিদ্ধান্তের প্রেক্ষিতে পর্ষদ সর্বসম্মতিক্রমে মোঃ নাদিম কে পর্ষদের চলতি মেয়াদের জন্য ডিবিএর পরিচালক পদে মনোনয়ন দেয়।

জনাব নাদিম একজন স্বনামধন্য ও সুপ্রতিষ্ঠিত তরুন ব্যবসায়ি। গত দুই যুগেরও বেশী সময় ধরে তিনি স্টক মার্কেটের সাথে সম্পৃক্ত থেকে এর সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে নানভাবে অবদান রেখে আসছেন। স্টক মার্কেটের বাইরেও তার অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তিনি একজন প্রতিশ্রুতিশীল সমাজকর্মী। সামাজিক দ্বায়বদ্ধতা থেকে তিনি সমাজের মানুষের কল্যাণে বহুমূখী কাজ করে যাচ্ছেন। অপরদিকে তিনি একজন দক্ষ সংগঠক। সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি ডিবিএ এবং এর সদস্যদের উন্নয়নে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।

RELATED POSTS

View all

view all