RN Trading Limited

জেএমআই হসপিটালের জমি কেনার ঘোষণা

April 27, 2022 | by Jumman Sikder

RNT-31-03-22-02

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি জানায়, মুন্সিগঞ্জের গজারিয়ার ভিটিকান্দি এলাকায় ৩৪ ডেসিমেল জমি ক্রয় করার জন্য বোর্ড সভা সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিটি আরও জানায়, রেজিস্টেশন ও অন্যান্য খরচসহ জমি ক্রয়ে মোট ৪ কোটি ২৫ লাখ টাকা ব্যয় হবে।

আইপিও থেকে প্রাপ্ত অর্থ দিয়ে জমি ক্রয়ে ব্যয় বহন করা হবে।

RELATED POSTS

View all

view all