RN Trading Limited

ক্রেতাশূন্য ১৩১ কোম্পানির

March 9, 2023 | by Jumman Sikder

RN NEWS F

নিজস্ব প্রতিবেদক:

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৯ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ১৩১ কোম্পানি ক্রেতা শূন্য হয়ে গেছে। কোম্পানিগুলোর লেনদেনের শুরুর দিকে ক্রেতা থাকলেও ধীরে ধীরে তারা হারিয়ে যেতে থাকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে বস্ত্র খাতের কোম্পানি। এ খাতে ৫৮টি কোম্পানির মধ্যে ২৬টি কোম্পানি ক্রেতা হারিয়েছে। ব্যাংক খাতের ২২টি, প্রকৌশল খাতের ১৮টি কোম্পনি ক্রেতাশূন্য।

এছাড়া জ্বালানি-বিদ্যুৎ খাতের ১৪টি, মিউচ্যুয়াল ফান্ড, আর্থিক খাতের ১২টি, বীমা খাতের ৬টি, খাদ্য খাতের ৫টি, বিবিধ, টেলিকমিউনিকেশন খাতের ৩টি, সিমেন্ট, সেবা, কাগজ খাতের ২টি, আইটি, ট্যানারি ভ্রমণ খাতের ১টি কোম্পানি ক্রেতা হারিয়েছে।

RELATED POSTS

View all

view all