কার্যক্রম শুরু করেছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’

নিজস্ব প্রতিবেদক : দেশের সর্ববৃহৎ সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। বাংলাদেশ ব্যাংক সোমবার (১ ডিসেম্বর) ব্যাংকটির চূড়ান্ত অনুমোদন ও লাইসেন্স ইস্যু করার পর আজ মঙ্গলবার থেকে ব্যাংকটির কার্যক্রম চালু হয়। নতুন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।

দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন,“সরকারি মালিকানায় একটি ইসলামী ব্যাংক চালু হওয়া জাতির জন্য সুসংবাদ। ব্যাংককে সঠিকভাবে প্রতিষ্ঠার লক্ষ্যে কারিগরি টিম ইতোমধ্যে কাজ করছে। আমাদের প্রথম লক্ষ্য আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা। ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ জাতির কাছে আস্থার প্রতীক হয়ে উঠবে।”

মতিঝিলের সেনাকল্যাণ ভবনে স্থাপিত প্রধান কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে।

এর আগে গত রোববার বাংলাদেশ ব্যাংকের বিশেষ বোর্ড সভায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক—এই পাঁচ সমস্যাগ্রস্ত ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরদিন সোমবার কেন্দ্রীয় ব্যাংক আনুষ্ঠানিকভাবে নতুন ব্যাংকের লাইসেন্স হস্তান্তর করে।

নতুন ব্যাংকের পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে—২০ হাজার কোটি টাকা দেবে সরকার, ১৫ হাজার কোটি টাকা আসবে আমানতকারীদের শেয়ার থেকে অনুমোদিত মূলধন রাখা হয়েছে ৪০ হাজার কোটি টাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *