এক ঘণ্টায় লেনদেন ১২৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: আজ সোমবার (৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেন্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় শেয়ারের দরপতন হয়েছে। এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ১২৬ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জানা গেছে, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্টে বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৯৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯১ পয়েন্টে।

সোমবার (৯ জানুয়ারি) ডিএসইতে ২৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৯১টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ সিএসইতে ৩ কোটি ৯০ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *