
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার নতুন তালিকাভুক্ত ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের লেনদেন আজ বুধবার ১৮ ডিসেম্বর ডিএসই এবং সিএসইতে এন ক্যাটাগরিতে লেনদেন শুরু হয়েছে। ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোড নাম `ICICL’ এবং কোড নং 25756 তে ট্রেড হচ্ছে।
লেনদেনের শুরুতেই কোম্পানিটির শেয়ার বিক্রেতা শূন্য রয়েছে। ১৬ লাখ ১৮ হাজার ২২৩টি শেয়ার কেনার প্রস্তাব থাকলেও কোনো বিক্রেতা নেই।
সকাল ১০.১০টা পর্যন্ত কোম্পানিটির মাত্র ১২৬টি শেয়ার ট্রেড হয়েছে।
RELATED POSTS
View all