RN Trading Limited

আজ আসছে ২৮ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস

April 25, 2022 | by Jumman Sikder

269732069_3132154600360683_7601746968723883297_n

নিজস্ব প্রতিবেদক : আজ (সোমবার) বিকেলে বোর্ড সভা অনুষ্ঠিত হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২৮ কোম্পানির। সভায় কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর, ২০২১ অর্থবছরের জন্য ডিভিডেন্ড এবং জানুয়ারি-মার্চ’২২ প্রান্তিকের ইপিএস প্রকাশ করবে।

কোম্পানিগুলোর মধ্যে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের বোর্ড সভা দুপুর ২টায়, বিএসআরএম স্টিলের দুপুর ২টা ১০ মিনিটে, সিটি জেনারেল ইন্সুরেন্সের দুপুর ২ টা ১৫ মিনিটে, আনলিমা ইয়ার্ন ডাইংয়ের দুপুর ২টা ১৫ মিনিটে, এ্যাকটিভ ফাইনের দুপুর ২ টা ১৫ মিনিটে, দেশ গার্মেন্টসের দুপুর ২ টা ১৫ মিনিটে, ট্রাস্ট ব্যাংকের ২টা ১৫ মিনিটে, বাটা সুর দুপুর ২ টা ২০ মিনিটে, অলিম্পিক এক্সেসরিসের দুপুর ২টা ২০ মিনিটে, প্যারামাউন্ট ইন্সুরেন্সের দুপুর ২টা ৩০ মিনিটে, ইস্টার্ন ব্যাংকের দুপুর ২ টা ৩০ মিনিটে, সেন্টাল ইন্সুরেন্সের দুপুর ২টা ৩০ মিনিটে, ক্রাউন সিমেন্টের ২টা ৩০ মিনিটে, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের দুপুর ২ টা ৩০মিনিটে, লুব–রেফের বোর্ড সভা দুপুর ২টা ৩০ মিনিটে, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের দুপুর ২ টা ৩০ মিনিটে, স্টান্ডার্ড ইন্সুরেন্সের দুপুর ২ টা ৩০ মিনিটে, বাংলাদেশ স্টিল রি–রোলিংয়ের দুপুর ২টা ৪৫ মিনিটে, বেঙ্গল উইণ্ডসর থার্মপ্লাস্টিকসের দুপুর ২টা ৪৫ মিনিটে, তমিজউদ্দিন টেক্সটাইলের বিকাল ৩টায়, এএফসি এগ্রো বায়োটেকের বিকাল ৩টায়, ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টসের বিকাল ৩টায়, ইউনিক হোটেল এন্ড রিসোর্টের বিকাল ৩টায়, ন্যাশনাল টিউবসের বিকাল ৩টায়, এসকে ট্রিমসের বিকাল সাড়ে ৩টায়, রবি আজিয়াটার বিকাল ৪টায়, লাফার্জহোলসিমের বিকাল ৪টায়, অগ্রণী ইন্সুরেন্সের বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। কোম্পনিগুলোর মধ্যে স্টান্ডার্ড ইন্সুরেন্স, অগ্রণী ইন্সুরেন্স, ট্রাস্ট ব্যাংক ও মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ৩১ ডিসেম্বর, ২০২১ অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। বাকি কোম্পানিগুলো জানুয়ারি-মার্চ’২২ প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

RELATED POSTS

View all

view all