RN Trading Limited

সাউথ কোরিয়ায় টিভি রপ্তানি শুরু ওয়ালটনের

July 25, 2023 | by admin

RN NEWS F

নিজস্ব প্রতিবেদকঃ ২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল কনজ্যুমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড হওয়ার লক্ষ্যে নানা মাইলফলক অতিক্রম করছে শেয়ারবাজারে তালিকাভুক্ত মেগা কোম্পানি ওয়ালটন। প্রতিষ্ঠানটি ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্য ও আাফ্রিকার নতুন নতুন দেশে ব্যবসা সম্প্রসারণ করে চলেছে।

বাংলাদেশি ইলেকট্রনিক্স জায়ান্টটি এবার সাউথ কোরিয়ায় ওয়ালটন ব্র্যান্ড লোগোতে টেলিভিশন রপ্তানি কার্যক্রম শুরু করেছে। কোম্পানি সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাউথ কোরিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান ‘হ্যানস কোরিয়া’ দেশটির বাজারে ওয়ালটন ব্র্যান্ডের টিভি বাজারজাত করবে। এ বিষয়ে ওয়ালটন ও হ্যানস কোরিয়ার মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার ও হ্যানস কোরিয়ার চিফ এক্সিকিউটিভ হ্যান কিজাং।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালক রাইসা সিগমা হিমা, ওয়ালটন টিভির চিফ বিজনেস অফিসার প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন, ওয়ালটন গ্লোবাল বিজনেস শাখার ভাইস প্রেসিডেন্ট সৈয়দ আল ইমরান ও আবদুর রউফ, ম্যানেজমেন্ট প্রতিনিধি আরমান ইবনে শাহজাহান ও হুমায়রা হোসেন, হ্যানস কোরিয়ার গ্লোবাল প্ল্যানিং ম্যানেজার হং সাংয়ূ ও ডেপুটি ম্যানেজার মো. রেজাউল ইসলামসহ অনেকে।

চিফ বিজনেস অফিসার প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন বলেন, ‘‘দক্ষিণ কোরিয়ায় টিভি রপ্তানি বাজার সম্প্রসারণ নিঃসন্দেহে ওয়ালটনের এক বিশাল মাইলফলক, যা কিনা ওয়ালটনের ভিশন ‘গো গ্লোবাল ২০৩০’ অর্জনের পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ব্র্যান্ড হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে ওয়ালটন।

তিনি বলেন, “এই লক্ষ্য পূরণে বিশ্বব্যাপী ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস ছড়িয়ে দিতে কাজ চলছে। এরই ধারাবাহিকতায় এবার দক্ষিণ কোরিয়ায় ওয়ালটন ব্র্যান্ড লোগোতে টিভি রপ্তানি কার্যক্রম শুরু করা হয়েছে।

হ্যানস কোরিয়ার সিইও হ্যান কিজাং বলেন, ‘বাংলাদেশের এক নম্বর ইলেকট্রনিক্স ব্র্যান্ডের সঙ্গে কাজ শুরু করতে পেরে আমরা আনন্দিত। দক্ষিণ কোরিয়ার বাজারে আমরা বাংলাদেশি ওয়ালটন ব্যান্ডকে প্রমোট করার পাশাপাশি দেশটিতে ওয়ালটন পণ্যের শক্তিশালী বাজার তৈরি করতে সক্ষম হব বলে আশাবাদী।’

দেশের শীর্ষস্থানীয় ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিনসহ অন্যান্য ইলেকট্রনিক্স পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান ওয়ালটন বিশ্বের ৪০টিরও বেশি দেশে পণ্য রপ্তানি করে।

RELATED POSTS

View all

view all