RN Trading Limited

মেঘনা পেট্রোলিয়ামের ডিভিডেন্ড অনুমোদন

March 6, 2022 | by Jumman Sikder

meghna petroleum – Copy

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের পরিচালনা পর্ষদের সুপারিশকৃত ডিভিডেন্ড অনুমোদন করেছেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। শনিবার অনুষ্ঠিত কোম্পানিটির ৪৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই ডিভিডেন্ড অনুমোদন করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, এদিন বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে এজিএম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. মাহবুব হোসেন। সভায় বিপুলসংখ্যক শেয়ারহোল্ডারের পাশাপাশি কোম্পানির পরিচালক ও অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ড. ফারহিনা আহমেদ, স্বতন্ত্র পরিচালক মো. আসমাউল হোসেন ও মো. খলিলুর রহমান, কোম্পানির পরিচালক এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব কাজী শাহজাহান, উপসচিব শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, পরিচালক আবুল ফজল মো. নাফিউল করিম, শেয়ারহোল্ডার পরিচালক ডা. আশরাফ উদ্দিন, মেঘনা পেট্রোলিয়ামের ব্যবস্থাপনা পরিচালক মো. আবু সালেহ ইকবাল ও কোম্পানি সচিব রেজা মো. রিয়াজউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

RELATED POSTS

View all

view all