ব্যবসা সম্প্রসারণে ৩০০ কোটি টাকা বিনিয়োগ করবে স্কয়ার ফার্মা

নিজস্ব প্রতিবেদক:

ব্যবসা সম্প্রসারণে নতুন করে ৩০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এছাড়া ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে কোম্পানিটির পরিচালনা পর্ষদ বিএমআরই, মূলধফন যন্ত্রপাতি ও জমি বাবদ ৩০০ কোটি টাকা বিনিয়োগের অনুমোদন করেছে। আর ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য ২৪ ডিসেম্বর সকাল ১০টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *