নিজস্ব প্রতিবেদক :
দেশের অন্যতম প্রধান ব্যবসায়িক গ্রুপ এসিআই বিস্কুটের ব্যবসায় নামছে। যুক্তরাজ্যভিত্তিক বিখ্যাত স্ট্যাকস ব্র্যান্ড প্ল্যাডিসের উৎপাদনকারী কোম্পানির সঙ্গে যৌথভাবে এ ব্যবসায় নামার ঘোষণা দিয়েছে কোম্পানিটি।
মঙ্গলবার (১৪ নভেম্বর) ডিএসইর মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে, যুক্তরাজ্যের ইউনাইটেড বিস্কিটস টপকোর সঙ্গে যৌথভাবে বাংলাদেশে প্ল্যাডিস এসিআই বাংলাদেশ নামে একটি কোম্পানি গঠন করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এসিআই লিমিটেডের পরিচালনা পর্ষদ। এই কোম্পানিতে এসিআই লিমিটেডের মালিকানা থাকবে ৪৯ শতাংশ।
কোম্পানিটি জানিয়েছে, সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে কোম্পানিটি ব্যবসা পরিচালনার অনুমোদন পেলে আগামী দুই বছরে তারা মোট ৫০ কোটি টাকা বিনিয়োগ করবে। উৎপাদিত পণ্য প্ল্যাডিস নামে বাজারজাত করা হবে।