RN Trading Limited

বিপিডিবি থেকে বিদ্যুৎ ক্রয়ের অনুমতি পেল সামিট পাওয়ার

April 13, 2022 | by Jumman Sikder

RNT-13-04-22-10

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) থেকে আনু্ষ্ঠানিকভাবে বিদ্যুৎ ক্রয়ের অনুমতি পেয়েছে। সূত্র জানায়, কোম্পানিটি ২ বছরের জন্য “নো ইলেকট্রিসিটি নো পেইমেন্ট” ভিত্তিতে বিদ্যুৎ ক্রয়ের অনুমতি পেয়েছে। সামিট পাওয়ারের ১০২ মেগাওয়াট এইচএফও নারয়ণগঞ্জ (মদনগঞ্জ) পাওয়ার প্লান্ট থেকে বিপিডিবি বিদ্যুৎ কিনবে। এর আগে কোম্পানিটি বিপিডিবি থেকে মৌখিকভাবে বিদ্যুৎ ক্রয়ের অনুমতি পেয়েছিল।

কোম্পানিটি আরও জানায়, বিপিডিবি থেকে আনুষ্ঠানিকভাবে পাওয়ার প্লান্টটির বিদ্যুৎ উৎপাদনের মেয়াদ বাড়ানোর নির্দেশ পেয়েছে। পাওয়ার প্লান্টে গত ২৪ মার্চ থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে।

গত বছরের ১ এপ্রিল থেকে পাওয়ার প্লান্টটির বিদ্যুৎ উৎপাদনের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। সামিট পাওয়ার আগামী ২ বছরের জন্য আবার পিপিএ চুক্তি সই করেছে।

RELATED POSTS

View all

view all