RN Trading Limited

বিক্রেতাশূন্য জেএমআই হসপিটালের শেয়ারে

January 10, 2023 | by Jumman Sikder

RN NEWS F

নিজস্ব প্রতিবেদক: আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের এক ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে জেএমআই হসপিটাল রিকুইজিট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেডের শেয়ারে। এতে কোম্পানিটির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

জানা যায়, এদিন বেলা ১১টা ০৪ মিনিট পর্যন্ত কোম্পানিটির স্ক্রিনে ২ লাখ ৮ হাজার ৭১টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৮১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

গতকাল সোমবার (৯ জানুয়ারি) শেয়ারটির সমাপনী দর ছিল ৭৩ টাকা ৮০ পয়সা।

RELATED POSTS

View all

view all