RN Trading Limited

দুর্নীতি-অর্থপাচারের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে: অর্থ উপদেষ্টা

August 14, 2024 | by admin

finance-advisor

অনলাইন ডেস্ক

অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দুর্নীতি ও অর্থপাচারের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। সবকিছু নজরে আছে সরকারের। আজ বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, খাদ্য উৎপাদন ও সরবরাহ নিয়ে আমরা আলোচনা করেছি। মূল্যস্ফীতি এখনই চট করে কমবে না। তবে যুগ যুগ সময়ও লাগবে না। মানুষের কষ্ট লাঘব করতে চাই আমরা।

তিনি আরও বলেন, এরইমধ্যে স্বব্জির দাম কমেছে। ব্যবসা বাণিজ্য সঠিক পথে আনতে হবে। বাজারে যে সিন্ডিকেট রয়েছে, সে বিষয়ে সরকার অবগত বলে জানান তিনি।

সালেহউদ্দিন আহমেদ বলেন, খাদ্য উৎপাদন ও সরবরাহে জোর দেয়া হবে এখন থেকে। মুদ্রাস্ফীতি ও রাজস্ব আদায় নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে। পলিসি বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, ‘আমরা যতোটুকু খেতে পারবো, প্লেটে ততোটুকুই খাবার নেবো’।

RELATED POSTS

View all

view all